Posted on

দোয়ার জবাব আসে না কেন?

মোস্তফা জামাল গুমুজি

হে আল্লাহ!
কী দোয়া করলে কবুল হবে,
সেই ১৯৬৭ সাল থেকে আজও বুঝতে পারিনি—
তবে এটুকু বুঝেছি,
আমাদের আহাজারি, আমাদের কান্না,
আর কবুল হয় না…

আমরা এখনো আবাবিলের পাখায় ভরসা রাখি,
লুত (আ:) এর মাটির ফাঁক খুঁজি,
সালেহ (আ:) এর বজ্রবাণীর প্রতীক্ষা করি—
জানি না, ভুলে গেছি,
তোমার সেসব সেনাবাহিনী এখন আর আসে না।

তুমি দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর—
কিন্তু আমরা?
ভোগ-বিলাসে, ব্যভিচারে, অপচয়ে ডুবে গেছি,
আমরা কর্ম আর ইবাদতকে আলাদা করেছি,
আমরা ভেবেছি, শুধু দোয়া করলেই চলবে,
বুদ্ধি, বিজ্ঞান, কৌশল—সব ভুলে গেছি।

আমরা যখন তোমার কাছেই শুধু চাই,
তখন ভুলে যাই,
তুমি বলেছিলে—
“তোমরা আমার জন্য এক কদম আসো,
আমি তোমাদের দিকে দশ কদম এগিয়ে যাব।”

কিন্তু আমরা কদম ফেলি না,
আমরা বসে থাকি অলৌকিক কিছু হওয়ার আশায়—
ভুলে যাই, অলৌকিকতা তখনই আসে,
যখন মানুষের হাত কাজ করে, মন জেগে থাকে।

হে আমার রব!
আমার কলিজা ছিঁড়ে যায়,
আমি নির্বোধের মত তাকিয়ে থাকি আকাশের দিকে—
একটি পথের খোঁজে,
যা হয়তো রক্ষা করতে পারত তাদের,
যারা আজও নিপীড়িত, আর্তনাদে বিদীর্ণ…

সেই ১৯৬৭ সাল থেকে…
একই প্রশ্ন, একই দোয়া,
কিন্তু বদলায় না নিয়তি—
কারণ, বদলায় না আমরা…

📅 ০৭ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments