তওবার আলো
মোস্তফা জামাল গুমুজি
আমরা বলি, “পাপ করেছি,
আলো নেই আর পথে,”
আল্লাহ্ বলেন, “ফিরে এসো,
আমি আছি সাথে।”
আমরা বলি, “ভুলের বোঝা,
বয়ে চলি প্রাণে,”
আল্লাহ্ বলেন, “তওবা করো,
ক্ষমা দেবো জানে।”
আমরা বলি, “অন্ধকারে,
হারিয়ে গেছি শেষে,”
আল্লাহ্ বলেন, “রহমত আমার,
ছড়িয়ে আছি বেশে।”
তওবার দরজা খোলা থাকে,
যতক্ষণ প্রাণ রয়,
আল্লাহ্ প্রেমে ফিরে চলো,
সুখের দ্বার খোলায়।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal