স্বামী-স্ত্রী
মোস্তফা জামাল গুমুজি
স্বামী বলল, “কে তোমার আপন?”
স্ত্রী হাসল মৃদু হেসে,
“তুমিই তো আমার চিরসঙ্গী,
বাকি সবাই চলবে শেষে।”
বাবা-মা তো আশ্রয় ছিল,
ভাই-বোনও দূরে যাবে,
সন্তান বড় হলে আপন পথ নেবে,
কিন্তু তুমি থাকবে কাঁধে কাঁধে।
স্বামী তো সে, যে পাশে থাকে,
দুঃখে-সুখে বাঁধে হাত,
ভালোবেসে রচনা করে জীবন,
স্মৃতিতে আঁকে শতকথা।
পুরুষও বলত একই কথা,
“তুমিই আমার চাওয়া,
তোমার হাসিতেই সুখ আমার,
তুমিই আকাশ, তুমিই হাওয়া।”
জীবন সুন্দর, যদি পাশে থাকে,
একটি মন বোঝার মানুষ,
ভালোবাসার বন্ধনে গড়া সংসার,
থাকুক না নিখাদ হাসি-কান্নারanus।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal