সহজ নয় থাকা
মোস্তফা জামাল গুমুজি
এই যুগে মেনে নেওয়া,
চুপটি করে সহ্য করা —
সে তো এখন গল্প মাত্র,
মনগুলো সব হয়েছে কঠিন,
বুঝি না কিসের ব্যথা!
বাতাসে ঝুলে থাকা অভিমান,
প্রতিটি কথায় ঝরে বিষ,
সহজ পথে চলার চেয়ে
অনেক কঠিন রাগে রিশ।
মানুষ বদলায়, সময় বদলায়,
বদলায় ভালোবাসার মানে,
সব কিছু সয়ে যারা থাকে,
তাদের খোঁজ মেলে ক’জনে?
তবু কেউ কেউ আজও চুপ,
সহ্য করে রাতের কান্না,
বুকে পাথর বেঁধে হাসে,
যেন কিছু হয়নি জানা।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal