তোমার চোখের উপন্যাস
মোস্তফা জামাল গুমুজি
তোমার একজোড়া চোখ— গভীর এক গল্প,
যেখানে নক্ষত্রেরা হারায় অলখ।
তোমার দৃষ্টিতে লুকিয়ে আছে,
একটি বিস্তৃত উপন্যাসের রেখাচিত্র।
প্রথম অধ্যায়ে বসন্তের রং,
যেখানে আলোয় ভাসে স্বপ্নের ঢং।
দ্বিতীয় অধ্যায়ে শ্রাবণের বৃষ্টি,
তোমার চোখেই তো নদীর সৃষ্টি।
তৃতীয় অধ্যায়ে চাঁদের মায়া,
যেন রাতজাগা কোনো কবির ছায়া।
চতুর্থ অধ্যায়ে গোধূলি রঙ,
তোমার দৃষ্টি এক রহস্য ময় মন।
শেষ পাতাটায় ভালোবাসা লেখি,
যেখানে কাব্য গাঁথা রইলো রেখি।
তোমার চোখের ভাষায় বন্দী,
একটি উপন্যাস… শেষ হয়নি এখনো।
৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal