বউ না থাকলে
মোস্তফা জামাল গুমুজি
বউ না থাকলে জীবনটা সহজ,
হারপিক, টিস্যু, ডিওর কষ্ট কমে বাজে।
একটা গামছায় সব কাজ চলে,
বিছানার চাদর বছরে দু’বার বদলে।
বউ না থাকলে মশারাও ভীত,
জানলা বন্ধ, অন্ধকারে গীত।
রিনের গুড়োয় তিন মাস কাটে,
শ্যাম্পু, ফোম—এসব ভুলতে শেখাতে।
বউ না থাকলে ইকোপার্ক ফাঁকা,
বন্ধুদের সাথে বসে গল্পে বাজে ঢাঁকা।
ঝাল চানাচুরেই আপ্যায়ন যথেষ্ট,
চা’য়ের কাপে স্বপ্নেরা একপেশে মিশতে।
তবে বউ না থাকলে… কে দেয় ধমক?
কে সাজায় ঘর, কে রাখে রমক?
কে আনে স্নেহ, ভালোবাসা নিখাদ?
কে বলে, “তোমার ছাড়া সবই নির্জন”?
বউ না থাকলে, সত্যি কি ভালো?
নাকি কেবলই একাকীত্বের পালা?
ভালোবাসা, ভয়, ভক্তি সব মিলেমিশে,
জীবনটা তো কেবল তাতেই রঙিন বেশি!
৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal