পুরুষের ভালোবাসা
মোস্তফা জামাল গুমুজি
পুরুষের সঙ্গ পাওয়া সহজ—
একটু হাসি, একটু কথা, একটু ছোঁয়ায় বাজে সুর।
কিন্তু তার হৃদয়?
সেটা তো পেতে লাগে সৌভাগ্যের বরপত্র!
নারী চায় ভালোবাসা, উজাড় করে দেয় প্রাণ,
তবুও সে কি পায়, সে কি হয় সুখী জান?
পুরুষ তো নদীর স্রোত— যেতে জানে, থামতে নয়,
কখনো সে একাকী বসে, কারো জন্য বাঁধতে নয়।
একজন পুরুষ পারে, জীবনভর অপেক্ষায়,
এক চোখের গভীরতায় বেঁধে রাখতে মহাকাল!
কিন্তু এক নারীর কি সে সাধ্য?
নতুন ভোরের আশায় সে বাঁধে নতুন কাল।
তবুও, যে নারী পায় এক পুরুষের মায়া,
তার হৃদয়ে চিরকাল বাজে ভালোবাসার বায়া।
সে সুখী, সে ধন্য— সময়ের পরে সময়,
এক পুরুষের প্রেমেই তার রঙিন ভবিষ্যৎ নির্মাণ!
৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal