ভালোবাসার আশ্রয়
মোস্তফা জামাল গুমুজি
খুব বেশি কষ্ট হলে এসো,
বুকের মাঝে মাথা রাখো,
এই যে শীতল আশ্রয়,
ক্লান্তির কোনো ঠাঁই নেই এখানে।
এখানে অফুরন্ত ভালোবাসা,
বাস্তবতা ভুলে যাও কিছুক্ষণ,
শুধু ভালোবাসার টানে
ছুটে এসো নির্দ্বিধায়।
একবার হাত রাখো বুকে,
বুঝবে ভালোবাসা কত কোমল,
কত মোলায়েম এর ছোঁয়া,
অনুভবে নামবে অবিরল।
এই যে বুকের হাড়-গোড়,
রক্ত-মাংস, শিরা-উপশিরা,
সব মিলিয়ে এক করে ফেলো
শক্ত এক আলিঙ্গনে।
আমার শরীর যেন মিশে যায়
তোমার অস্তিত্বের ভেতর,
ভাগাভাগি হয়ে যাক সব,
তুমি আমি একাত্ম হয়ে যাই।
তোমার জন্য বুকের গভীরে
পুষে রেখেছি লোমশ বাগান,
ভালোবাসার নরম ঘাসে
এসো, একটু শুয়ে থাকো…
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal