তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
মোস্তফা জামাল গুমুজি
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
প্রার্থনার সুরে বাজুক শান্তির ধ্বনি,
রহমতের চাদরে ঢেকে যাক বুকে,
দয়ালু রবের করুণা অমনি।
ঈদের স্নিগ্ধ সকাল বয়ে আনে সুখ,
মনের কোণে ফুটে ওঠে প্রশান্তির দৃষ্টি,
হাত রেখে হাতে বলি আমরা সবাই,
আল্লাহ কবুল করুন এই পবিত্র ইচ্ছা।
গুনাহর বোঝা মুছে যাক আঁধারে,
নবতাজা প্রাণে আসুক আলো,
প্রেম-ভালোবাসায় ভরে উঠুক ধরা,
সত্যের পথে থাকুক উজ্জ্বল কালো।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
এই দোয়া থাকুক অন্তরে অটুট,
আমরা যেন থাকি এক সুতোয় গাঁথা,
ভালোবাসায় মোড়া এক সুন্দর জীবনের ছুট।
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal