বন্ধুত্ব নাকি আকর্ষণ?
মোস্তফা জামাল গুমুজি
চোখে চোখ পড়লে কি শুধু আলো ঝরে?
নাকি কোনে কোনে জমে প্রেমের রেখাপথ?
হাতের স্পর্শ কি শুধুই বন্ধুর মতো?
নাকি শিরা-উপশিরায় বাজে অন্য এক রাগ?
শেক্সপিয়র বলেছিলেন—এ অসম্ভব,
ওস্কার ওয়াইল্ডও তাই লিখে গেলেন,
হুমায়ূন বলেছিলেন— প্রেম আসবেই,
তবে সময় বুঝতে দেরি হতে পারে।
আমিও দেখি, বাতাস বয় দু’দিকে,
কিন্তু ধীরে ধীরে সে মিশে যায়,
আগুনের পাশে মোম গলে যায়,
চুম্বক আর লোহা কাছে টানবেই।
তবে কি সত্যি, বন্ধু বলে যা দেখি,
তা একদিন প্রেমের পথে বাঁক নেবেই?
নাকি কিছু গল্প বন্ধু হয়েই বাঁচে,
বাতাসের মতো এসে, বাতাসের মতোই চলে যায়?
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal