ভয়ের খেলা
মোস্তফা জামাল গুমুজি
নারী ভয় পায় না, যাকে চায় সে তার,
হৃদয়ের মাঝে গেঁথে রাখে এক প্রেমের দ্বার।
তবে পুরুষ? তার পছন্দের নারী,
তারই মাঝে লুকিয়ে থাকে এক অজানা ভারী।
সে কাঁপে, সে ভাবে, হারিয়ে ফেলবে কি?
ভালোবাসার দাবিতে পাছে ছুটবে নিরবধি!
নারী যেখানে স্বপ্ন গাঁথে নির্ভীক এক ভুবন,
পুরুষের মনে কাঁপন ধরে, সে কি হারাবে আপন?
ভালোবাসা কি তবে ভয়? না আকর্ষণের ছায়া?
নাকি হৃদয়ের খেলা, সময়ের এক মায়া?
নারী জানে তার আপন জন কে,
আর পুরুষ? সে ভয় পায়— হারাবে কবে!
৩১ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal