সুখের সংসার
✍ মোস্তফা জামাল গুমুজি
একটা ছোট্ট ঘর হোক, খোলা আকাশ পাশে,
তুমি আমি বসবাস করি, ভালোবাসার বাঁশে।
সকালে রোদের আলো ঝরে, জানালার পর্দা ছুঁয়ে,
হাসিমুখে চায়ের কাপে, থাকুক গল্প রয়ে।
আঙিনাতে থাকবে গাছ, ফুলেরা দেবে গন্ধ,
শিশির ভেজা ঘাসের মাঝে, চলবে পায়ের ছন্দ।
সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে, তুমি চোখে স্বপ্ন বুনো,
আমি গুনগুন গানে ডাকি, চলো সুখের পথে চলো।
শান্ত নদীর কলতানে, রাত নামবে ধীরে,
তোমার কাঁধে মাথা রেখে, বলব মনের নীরে।
এমন একটা সংসার হোক, ভালোবাসায় ভরা,
তুমি আমার আপন হলে, আর কিছু চাই না করা।
📅 ২৯ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal