স্বামীর দরকার!
✍ মোস্তফা জামাল গুমুজি
আমি স্বাধীন, আমি শক্তি, চলছি নিজের ছন্দে,
কেউ বলে, “স্বামী দরকার?” হাসি তাতে মন্দে!
মনোচিকিৎসক হাসিমুখে বোঝালেন এক বেলা,
“জীবনে যদি ভুল হয়, দোষটা দিবে কেলা?”
রান্নায় যদি লবণ বাড়ে, বা চায়ের কাপ পড়ে,
প্ল্যান যদি ব্যর্থ হয়, মন যদি থমকে দাঁড়ে!
নিজেকে কি দোষ দিব? নাহ! তা তো হয় না,
তাই তো স্বামী দরকার, দোষ চাপানোর জন্য না?
সুখে-দুঃখে, হাসি-কান্নায়, থাকলে একটা কাঁধ,
হোক সে ভাগ্যের উপহার, নাকি মজার ফাঁদ!
তবু জীবন সহজ হয়, চলতে গেলে পাশে,
স্বামী মানেই শুধু দোষ নয়, কখনো সুখের আশে।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal