বাঁশবাগানের শীতলতা
✍ মোস্তফা জামাল গুমুজি
গ্রামের বাড়ির বাঁশবাগানে, ছায়া মাখা হাওয়া,
এসির মতো কৃত্রিম ঠান্ডা, ওখানে কি চাওয়া?
ঝিরঝিরে বাতাস ছুঁয়ে যায়, পাতারা দেয় সুর,
শিশির ভেজা মাটির গন্ধ, মনের ভেতর নূর।
শুকনো ঘাসে বসলে দেখি, রোদ্দুর খেলে লুকোচুরি,
বাঁশের ফাঁকে পাখির ডাক, বুকে আনে সান্ত্বনা ভরি।
এসির বাতাস রোবটের মতো, প্রাণ নেই তার মাঝে,
কিন্তু বাঁশবাগানের ছায়ায়, শান্তি বয়ে আসে আজে।
শহরজুড়ে যান্ত্রিক কোলাহল, ইট-পাথরে ঘেরা,
তবু মন যে ফেরে গ্রামে, শ্যামলিমার সীমানা ধরা।
বাঁশবাগানের শীতল ছোঁয়া, প্রাণে আনে দোলা,
এসির ঠান্ডা ভুলে থাকি, এখানে মনের খোলা।
📅 ২৯ মার্চ ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal