সুখের মুহূর্ত
মোস্তফা জামাল গুমুজি
রঙিন জামা, ঝলমলে পোশাক,
সুখ কি তাতে? মনে জাগে প্রশ্নের ঝলক।
টাকার পাহাড়ে সাজিয়ে রাখি শরীর,
মনের খুশি কি তাতে ভরে যায় নিরবধির?
সত্যিকারের সুখ তো অন্য খানে,
ভালবাসার আঁচলে, মমতার টানে।
ড্রেসের আড়ালে হাসি লুকায়,
কিন্তু অন্তর যখন খুলে যায়,
সেই মুহূর্তেই সুখ খুঁজে পাই,
যেখানে ভালোবাসা থাকে অকৃপণ লাই।
পোশাকহীন হৃদয় খোঁজে শান্তি,
সেখানেই লুকিয়ে সুখের প্রান্তি।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal