প্রবাসীর মন
মোস্তফা জামাল গুমুজি
সময় গড়ায়, মন পড়ে থাকে,
স্মৃতির পথে, প্রিয় মুখে আঁকে।
বাড়ির আঙিনায় ছায়া মেলে,
বন্ধুর হাসি মনকে ছুঁয়ে ফেলে।
বাবা-মায়ের আশীর্বাদে ভাসি,
তাদের স্বপ্নে খুঁজে ফিরি ভালবাসি।
তবু কেন জানে না কেউ,
কতটা পথ আমি একা পেরু!
বন্ধু ভাবে ভুলে গেছি হায়,
কথা না বলায় দূরত্বই রয়।
কেউ বোঝে না মনের ব্যথা,
প্রবাসী জীবন এক বোবা কথা।
আকাশের তারা, চাঁদের আলো,
সাক্ষী রেখে, একা পথ চলা।
শুধু আল্লাহ জানেন সকল ব্যথা,
প্রবাসীর বুকের চাপা কথা।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal