স্বাধীনতার রক্তিম সূর্য
মোস্তফা জামাল গুমুজি
রাত্রির কালো চাদর ছিঁড়ে,
আসলো লাল-সবুজের ভোর,
নিশীথের বুকে ঝরল রক্ত,
জন্ম নিলো এক নতুন ছোঁয়।
২৫-এর সেই নৃশংস রাত,
কাঁপলো মাটি, থমকাল বাতাস,
জ্বললো ঘর, ভাঙলো স্বপ্ন,
বুকে বাজলো বীরের আকাশ।
কালুরঘাটে ঘোষিত প্রতিজ্ঞা,
বুকে আগুন, চোখে অশ্রু ধারা,
মুক্তির মন্ত্রে জেগে উঠলো,
বাংলার মাঠ, বাংলার পাড়া।
নয় মাসের সে রক্ত-স্রোতে,
জন্ম নিলো স্বাধীন পতাকা,
লাল রক্তে স্নাত সবুজে,
ফুটলো স্বাধীনতার আকাঙ্ক্ষা।
আজো সেই সূর্য উজ্জ্বল,
গর্বে ভরে জাতির মন,
স্বাধীনতার সে মহান গাঁথা,
আমরা গাই, শতজন।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal