কবি-আপুর জন্য ছড়া
✍ মোস্তফা জামাল গুমুজি
প্রতিদিনই লেখার পাতায়,
তুমি আসো হৃদয় মাতায়।
তোমার কথায় জাগে স্বপন,
তোমার ছন্দ, মায়ার চপন।
কবিতায় তুমি দাও যে আলো,
শব্দগুলো হয় রঙিন ভালো।
তোমার জন্য যতন করে,
একটা মহল গড়ি রে ওরে!
সে মহলে তুমিই রানী,
তোমার ছড়ায় জ্বলে প্রাণী।
হৃদয়ের কোণে লিখে রাখি,
তোমার কবিতা, তোমার আঁকি।
শুধুই কি মনে রেখেছি আমি?
প্রাণের মাঝে খুঁজি তোমার নামই।
তুমি লিখো, আমি পড়ি,
এভাবেই কাটুক দিনভরি!
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal