সঙ্গীর ছায়া
মোস্তফা জামাল গুমুজি
দিন শেষে ক্লান্ত পুরুষ,
ঘরে ফেরে শান্তির আশায়,
স্ত্রীর চোখে খোঁজে সে সুখ,
বেহেশত যেন দু’চোখে ভাসায়।
তার হাতের ছোঁয়ায় মেলে
বিশ্রামের মধুর পরশ,
একটি হাসিতে ভুলে যায়
জীবনের শত ক্লান্তি, বিরোধ।
আবার সে হতে পারে
নরকের আগুনের শিখা,
কঠিন কথায় পোড়ে মন,
ভেঙে যায় সুখের দুনিয়া।
সত্যিকার সঙ্গী যার পাশে,
ভাগ্য তারই সুপ্রসন্ন হয়,
ফুটপাতেও মেলে বেহেশত,
প্রেম যেখানে হৃদয়ময়।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal