সম্পর্কের দোলাচল
মোস্তফা জামাল গুমুজি
কেউ সম্পর্ক হারায় অহংকারে,
কেউ হারায় বাঁচাতে প্রিয়জনকে,
কেউ থাকে আপন স্বার্থ নিয়ে,
কেউ হারায় নিজেকে দিতেই সুখে।
কেউ কাছেও থেকেও দূরে চলে যায়,
আবার কেউ দূরেও থেকেও পাশে রয়,
কে কাকে হারালো হিসেব রাখে কে?
জীবন শুধু নেয়, দেয় না কখনো ভয়।
তাই হারিয়ে যাওয়ার আগে ভেবে দেখ,
সম্পর্কগুলোই আসল মূলধন,
হৃদয়ের টানে যে বাঁধন গাঁথা,
তাই তো রাখে জীবন জুড়ে মন।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal