স্বার্থের সম্পর্ক
মোস্তফা জামাল গুমুজি
মানুষ প্রশংসা করে লোভে,
স্বার্থের টানে ভাষা বয়,
চোখে মায়ার মেঘ সাজিয়ে,
হৃদয়ে থাকে ফাঁকি রয়।
সমালোচনা আসে হিংসায়,
দগ্ধ হয় মনে ঈর্ষার আগুন,
বসন্তের রঙও ফ্যাকাশে হয়,
বন্ধুত্ব ঢাকে সন্দেহের ধুলোবাগান।
স্বার্থ ছাড়া সম্পর্ক গড়ে ক’জন?
এ যুগে কি আছে নিঃস্বার্থ মন?
যেখানে যত্নও লাভ-ক্ষতির হিসেব,
সেখানে ভালোবাসা পায় কোন সম্মান?
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal