জীবনের ঝামেলা
মোস্তফা জামাল গুমুজি
ঝামেলা যতই থাকুক জীবনে,
চিন্তা করলে বেড়ে যাবে,
চুপ থাকলে কমে যাবে,
ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে।
আল্লাহর ওপর ভরসা কর,
কষ্টও একদিন হাসবে ফিরে,
শান্তির বাতাস ছুঁয়ে যাবে,
আশার আলো মুছবে নীরে।
বদলে যাবে সব একদিন,
ঝামেলা ফুরিয়ে শান্তি আসবে,
অন্ধকার যতই থাকুক পথে,
আলোর রেখা ঠিকই হাসবে।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal