সম্মানের পদচিহ্ন
মোস্তফা জামাল গুমুজি
লাল গালিচা মেলে দিল চীন,
সম্মান জানালো বিশ্বজয়ীকে,
গর্বিত এক বাঙালির ছায়ায়,
মানবতার পথচলা দেখে।
ক্ষুদ্র ঋণের মহাসাগরে,
দারিদ্র্য জয়ের আলোর মশাল,
হাত বাড়ালেন, স্বপ্ন গড়লেন,
জাগালেন স্বপ্ন শত সহস্রকাল।
সীমান্ত পেরিয়ে এলো ডাক,
সম্মানের মঞ্চে উঠলো নাম,
বিশ্ব চিনলো এক মনীষীকে,
যে বদলালো দারিদ্র্যের ধাম।
কেউ মানুক, কেউ বা নাহি,
সময়ের যাত্রা বলে দিবে,
যে দেয় আলো, সে হারায় না,
তাঁর কর্ম চিরকাল বেঁচে রবে।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal