বোঝার গান
মোস্তফা জামাল গুমুজি
শব্দেরা ভাসে নীরব রাতে,
মন বোঝে কি সব কথা?
নারীর ভাষা অনুভূতির স্রোত,
পুরুষ খোঁজে সমাধানের পথ।
কখনো শুধু চাই বোঝার হাত,
বুকে মাথা রেখে একটুখানি স্বস্তি,
কথারা আসে, ঝরে অবিরত,
চুপচাপ শুনলেই মিলে শান্তি।
সমাধান নয়, চাই সহানুভূতি,
শুধু বলো, “আমি আছি পাশে”,
তাতেই হৃদয় পায় আশ্রয়,
বেদনার মেঘ কেটে যায় হেসে।
পুরুষ বোঝে না সব সময়,
ভেবে নেয়, সমাধানেই সুখ,
নারীর চোখে থাকে আকাশ,
শুধু শেয়ারেই মেলে রূখ।
শোনার মাঝেই লুকিয়ে থাকে,
ভালোবাসার নিঃশব্দ ছোঁয়া,
বোঝাপড়ার সেতু গড়ে তোলে,
প্রেমের নদী বয়ে যায় বয়ে।
সম্পর্ক মানে বোঝার গান,
বিতর্কে নয়, থাকে মধুর প্রাণ,
একটি কথা, একটি স্পর্শ,
বুঝে নিলেই কেটে যায় অভিমান।
২৬-০৩-২০২৫, বুধবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal