কূটনৈতিক চাল
মোস্তফা জামাল গুমুজি
এক সফরে বদলে দিলেন,
চলার গতি, নীতির মানচিত্র,
চীনের সাথে বাণিজ্যের আশা,
ভারতের সাথে বন্ধুত্ব দৃপ্ত।
সেভেন সিস্টার্স ল্যান্ড লক,
দরজা খুলবে কোন বন্দরে?
আমরা যে গার্ডিয়ান অফ দ্য ওশেন,
পথ দেখাবে কোন সংকটে!
বিমসটেকের আলোয় বসলো সভা,
মোদির সাথে কথা হলো,
কূটনৈতিক ভাষার ছদ্ম ছায়ায়,
বন্ধন আরও শক্ত হলো।
ছবির ফ্রেমে ইতিহাস লেখা,
স্বর্ণপদক মোদি দিলেন,
রোহিঙ্গাদের ফেরার পথে,
মিয়ানমার সাড়া দিলেন।
এক সফর, এক কৌশল,
বদলে দিলো হিসেব শত,
মেটিকুলাস ডিজাইন এমনই হয়,
বোঝে শুধু দূরদৃষ্ট জন।
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal