শখের যত্ন
মোস্তফা জামাল গুমুজি
শখের জিনিস, শখের মানুষ,
মনের কোণে রাখো আলো,
গুরুত্ব যদি না দাও তাদের,
ভালোবাসা যাবে ঝলো।
পরিচর্যায় ফুটে ওঠে,
মনকাড়া সে রূপ,
অযত্নে সব হারিয়ে যায়,
মলিন হয় সুখ।
আগাছারা সুযোগ খোঁজে,
ফাঁক পেলেই ছড়ায় ডাল,
মন-মাঠেতে দখল নেবে,
শূন্য রাখলে কাল।
ভালোবাসার যত্ন দিও,
স্মৃতির বাগান গড়ো,
শখের মানুষ, শখের জিনিস,
হৃদয় দিয়ে জড়ো।
না হলে একদিন দেখবে,
সবুজের মাঝে কাঁটা,
আপন ছিল যারা,
পর করে নেবে খাঁটা।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal