নদীর সুরে হৃদয় কথা
মোস্তফা জামাল গুমুজি
বয়ে চলি নিরবধি,
নদীর ঢেউয়ে ভাসাই মনের সুর।
শান্ত জোছনায় জলে আঁকি
অভিমানের নীল ছবি দূর।
পাহাড় ডেকে বলে,
“থামো না, যাও আরও বহুদূর।”
আমি তো স্রোতের কন্যা,
ভাঙি সব বাধা, করি নৃত্য পুর।
গহন রাতের আঁধার ছুঁয়ে
ভোরের আলোয় হাসি,
বাতাসে বাজে সুরেলা বাঁশি,
তুমি কি শোনো সে রাশি রাশি?
চাঁদের আলোয় নদী নাচে,
তারার মেলায় গান,
মনের মাঝে রেখো আমায়,
ভুলেও ভেবো না অবমান।
আজও আমি বয়ে চলি,
সময়কে সাথী করে,
স্বপ্নেরা সব ছুঁয়ে যায়
নীল আকাশের গভীরে।
২৫-০৩-২০২৫, মঙ্গলবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal