লজ্জার মানে
মোস্তফা জামাল গুমুজি
বিড়ি খোরেরা ধোঁয়ায় মাতে,
প্রকাশ্যে হাতে আগুনের সাথে,
লজ্জা নেই, নেই সংকোচ,
পাপের পথেই তাদের গোছ।
তুমি কেনো তাসবীহ হাতে,
নত করো চোখ, লুকাও রাতে?
আলোতে হাঁটো, ভালোয় থাকো,
তবু কেনো লজ্জায় কাঁপো?
স্মরণ করো স্রষ্টার নাম,
তাতে কেনো লজ্জা তুমি পান?
পাপ নয়, পূণ্য তো ওটাই,
তবু কেনো হাত লুকাই?
সাহস রাখো, গর্ব করো,
আত্মার মাঝে শান্তি ধরো,
তাসবীহ হাতে রেখে বুকে,
চলো তুমি স্রষ্টার রুকে।
বিড়ি খোররা লজ্জা পায় না,
তুমি কেনো? প্রশ্নটা জানা।
সত্যের পথে থাকো দৃঢ়,
আলোকময় হোক মন ও হৃদয়।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal