কষ্টের ভাষা
মোস্তফা জামাল গুমুজি
কষ্টকে লুকোতে চাই,
শব্দেরা থমকে যায়,
চোখের কোণে নীরব জল,
সব কথা বলে যায়।
হাসির আড়ালে লুকাই বেদন,
মন বলে, “থামো না!”
চোখের ভাষায় ফুটে ওঠে
আলতো ব্যথার ছায়া।
চুপচাপ রাতের আঁধারে
স্বপ্নেরা ফিকে হয়,
কষ্টগুলো মুখ লুকিয়ে
চোখে এসে দাঁড়ায়।
লুকাতে চাই, তবু কেন
আলোর মতন ফাঁস,
চোখের নোনাজলে আঁকা
এক গোপন ভালোবাসা।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal