সফলতার সোপান
মোস্তফা জামাল গুমুজি
ধনী হতে চাইলে ভাই,
চিন্তায় রাখো ইতিবাচক ছায়া,
কর্মে রাখো দৃঢ়তা,
লক্ষ্য ঠিক থাকুক মায়া।
এক পথে নয়, খুঁজে নাও,
আয়ের হাজার দিগন্ত,
ব্যবসার সাথে যোগ করো,
নতুন নতুন প্রান্ত।
উচ্চাকাঙ্ক্ষী সঙ্গ দাও,
শিখবে কিছু নতুবা হারাবে!
তাদের আলোয় নিজের স্বপ্ন,
পথের দিশা পাবে।
বড় কিছু ভাবতে হবে,
ছোট চিন্তা করো না ভাই,
স্বপ্ন যতো দৃঢ় হবে,
সাফল্য আসবেই তায়!
বিনিয়োগে ঝুঁকি থাক,
সাহস না হারিয়ে যাও,
বুদ্ধি দিয়ে চালিয়ে গেলে,
ফল একদিন পাবে।
মিতব্যয়ী হও সবার আগে,
অপ্রয়োজন ফেলে দাও,
অর্থ যদি জমিয়ে রাখো,
ভবিষ্যতে পথ বানাও।
সকাল হলে উঠতে হবে,
দেহ-মনে শক্তি চাই,
পরিশ্রমে গড়া জীবন,
সফলতার গল্পগাই।
ঋণ যদি থাকে ভাই,
শোধ করো যত পারো,
নয়তো একদিন দেখবে তুমি,
স্বপ্ন যাবে হারিয়ে।
আরাম ছেড়ে, আয়েশ ভেঙে,
কাজের মাঝে জীবন দাও,
ধনী হতে হলে আজই,
স্বপ্নপথে পা বাড়াও!
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal