প্রার্থনার আলো
মোস্তফা জামাল গুমুজি
শান্তির বৃষ্টি ঝরুক আজি,
আতর মাখা হাওয়া —
মরহুমের প্রাণে দিক শান্তি,
আল্লাহ্ তুমি দাওয়া।
মাফ করে দিও সব ভুলগুলো,
আলোয় ভরে দাও প্রাণ,
জান্নাতের ফুলে সাজাও পথ,
তুমিই পরম দান।
ফেরদৌসের বাগে দাও আশ্রয়,
সাত আসমানে গান,
রহমতের ছায়ায় রাখো তাকে,
তুমিই মহান মহান।
আমীন, হে মালিক, করুণা ঢালো,
তোমার দয়া অফুরান,
জান্নাতের পথে নীড়ে রাখো,
তুমিই তো রহমান।
২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal