শাশুড়ি ও মায়ের মমতা
মোস্তফা জামাল গুমুজি
শাশুড়ি মানে দূরের কেউ নয়,
মায়ের মতো হৃদয় যে রয়।
যত্নে রাখা, মায়ায় জড়ানো,
মন থেকে ভালোবাসা সরানো?
বউ বলে নয়, মেয়ে ভেবে দেখো,
ভালোবাসায় গড়ে তোলো এক কাব্যলো।
একটু স্নেহে দূর হয় দূরত্ব,
মনের মাঝে জাগে নতুন শক্ত।
মা যেমন চায় মেয়ে সুখী হোক,
শাশুড়ি চায়, ঘরটাও সুখময় হোক।
একটু মান, একটু সম্মান,
এতেই মেলে ভালোবাসার গান।
পুত্রবধূ নয়, ঘরের আলো,
শাশুড়ির মমতায় উঠুক ঢলো।
একটি পরিবার, ভালোবাসার বাঁধন,
এভাবেই গড়ে ওঠে সুখের স্বর্গদান।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal