বন্ধুত্বের ঔষধ
মোস্তফা জামাল গুমুজি
অন্ধকারে হাতটা ধরে,
কে যেন বলে, “ভয় নেই রে!”
মনখারাপের কালো রাতে,
বন্ধু আসে আশার সাথে।
নীরব চোখে ঝরে ব্যথা,
বন্ধু বুঝে সবকিছুটা।
কথা না বলুক, পাশে বসে,
শান্তি মেলে নিঃশব্দ রসে।
হাসির মাঝে লুকায় সান্ত্বনা,
কাঁধে মাথা, মুছে দেয় যন্ত্রণা।
ভরসার হাত, ভালোবাসার ডাল,
বন্ধুত্ব মানে — হৃদয়ের খেয়াল।
জীবনের ঝড়ে, কষ্টের স্রোতে,
বন্ধু দাঁড়ায় বুকের পিঠে।
ডিপ্রেশন হোক, যাক সব ভুলে,
বন্ধু মানে আশার কুলে।
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal