নারীর লজ্জা
মোস্তফা জামাল গুমুজি
লজ্জা নারীর গহীন অলংকার,
যত রক্ষা হয়, ততই দীপ্তি,
যত ছোঁয়া লাগে, ততই ক্ষয়,
লজ্জায়ই থাকে নারীর নীতি।
পুরুষের ছোঁয়া, কথার বাঁধন,
কখনো মধু, কখনো বিষ,
নির্ভর করে কেমন সে সাথী,
সুধা হবে, না হবে নিঃশেষ।
ফেসবুকি প্রেমে লজ্জা বিলীন,
সংকোচ ঝরে যায় দিনে দিনে,
অভ্যাস গড়ে নির্লজ্জ কথায়,
সংস্কার ভেঙে যায় অনায়াসে।
একটা সময় লজ্জা হারিয়ে,
প্রেম হয় যেন পথের ধুলো,
যে ভালোবেসে স্থির হতে চায়,
তার কাছে কষ্টই একমাত্র ফল।
নারী তুমি আগুনের শিখা,
নিজেই হও নিজের মান,
সৃষ্টিকর্তার ভয়ে থেকো লজ্জায়,
এতে থাকবে স্নিগ্ধ জ্ঞান।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal