সবুজের মাঝে আফগানিস্তান
লেখক: মোস্তফা জামাল গুমুজি
আফগান ভূমি, মালভূমির বুকের
এক বর্ণিল ইতিহাসের নাম।
সাড়ে ছয় লক্ষ বর্গকিলোমিটারের বুকে
চার কোটি প্রাণের নিরবতাময় গান।
ইরান, পাকিস্তান, চীন আর তাজিকের কোলে,
তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ছুঁয়ে চলে।
ভূবেষ্টিত স্বপ্নের রাজ্য,
যেখানে প্রকৃতি আঁকে যুদ্ধ আর শান্তির কাব্য।
শীতে বরফে মোড়ানো পাহাড়ের চূড়ায়,
সৌন্দর্য খেলে চুপিসারে শুভ্রতার ছায়ায়।
আর বসন্ত এলে, চারপাশ ভরে
সবুজের মসৃণ গালিচা বিছিয়ে পড়ে।
নীল আকাশের নিচে নতুন প্রাণের গুঞ্জন,
নতুন আশার মৃদু দোলায় বাজে বাঁশির সুর।
যুদ্ধবিধ্বস্ত বুকে তখন ফুটে ওঠে,
প্রকৃতির কোমল হাতের ছোঁয়া, নীরব পুরস্কার।
উঁচু-নিচু পাহাড়, নিরালা টিলার দেশে,
সবুজের মাঝে আফগানিস্তান খোঁজে
নিজের হারিয়ে যাওয়া চেনা মুখ,
নিজের প্রাকৃতিক পরিচয়ের অব্যক্ত সুখ।
তারিখ: ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal