ইটের গায়ে ঘাম
লেখক: মোস্তফা জামাল গুমুজি
গরিব বলে কাউকে করো না তুচ্ছ,
অভিমানের ছায়া কাঁধে বয়ে চলে সে চুপচাপ।
তোমার ওই উঁচু দালানের প্রতিটি ইটে
লেগে আছে এক শ্রমিকের রক্তজল ঘাম, নিরব চাপ।
তাদের হাতে গড়ে ওঠে রাজপ্রাসাদ,
নিজে থাকে খড়ের ঘরে, নিঃশব্দে রাত কাটায়।
তবুও মুখে নেই অভিযোগের জ্বালা,
শুধু কাজের মাঝেই পৃথিবীটা সাজায়।
তাদের ঘামে ভিজে ওঠে সভ্যতার ইট,
তাদের কষ্টে উঠে দাঁড়ায় আকাশছোঁয়া ভবন।
তাদেরই ঘাম দিয়ে মোছা হয় তোমার শীতল চাওয়া,
তবু তুমি দেখো না, চোখে পরে না সেই জ্বলন্ত প্রণয়ন।
গরিব নয়, সে তো শিল্পী, সে তো কারিগর,
তাকে অবজ্ঞা নয়, দাও প্রণামের দর।
কারণ তোমার সোনালী প্রাচীরের আড়ালে—
একজন শ্রমিক রেখে গেছে নিজের জীবনজুড়ে ছাপ।
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal