বিশ্বাসের ধ্বংসাবশেষ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
বিশ্বাসের প্রতিটি স্তম্ভ ভেঙে যেতে দেখেছি,
স্বচক্ষে দেখা ধ্বংসের অবিনাশী ছবি।
আবেগের শান্ত নদীতে
বিনা ঝড়ে উঠেছে উত্তাল ঢেউ, নিরব বিপর্যয় ছড়িয়ে দিয়ে।
অভিমান নামের প্রাণহীন দেহ,
বারবার ব্যবচ্ছেদ হয়েছে
রাগের ধারালো অস্ত্রের নির্দয় ঘায়ে।
আশা যখন ডুবেছে প্রাপ্তির শূন্যতার অগাধ জলতলে,
আমি দাঁড়িয়ে থেকেছি, নীরব দর্শক হয়ে।
অস্তিত্বহীন অস্তিত্বের কোনো খোঁজ নেই,
হারিয়ে গেছে সব চিহ্ন, সব দাবি।
ঠকে যাওয়ায় ভয় ছিল না কখনো,
তবুও, বিশ্বাসের আর কোনো স্তম্ভ গড়িনি,
ভাঙা ইটগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি মৌনতায়।
ছিটেফোঁটা যেটুকু অবশিষ্ট ছিল,
তাকেও বিদায় দিয়েছি নীরবে,
মিথ্যার আবরণ ছিঁড়ে
নিজেকে মুক্ত করেছি অন্তর্গত কারাগার থেকে।
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal