চড়ুই ও বাবুই
✍ মোস্তফা জামাল গুমুজি
চড়ুই বলে বাবুই রে, কিরে ভাই, তোর কী হাল?
মানুষ বাসায় জায়গা দিলো? নাকি আবার তালগাছ ডাল?
আমার আছে ইটের ঘর, ছাদের নিচে বাস,
তোর তো এখনো খোলা আকাশ, ঝুলছে বাঁশের রাশ!
বাবুই হেসে বলল তাতে, “গাছের ডালই আমার ঘর,
তালগাছের কোলে থাকি, নেই কারো ভয়, পরোয়া কর!”
শিল্পী আমি, গড়ি বাসা, প্রকৃতিরই শোভা বাড়াই,
তুই যে কেবল আশ্রিত পাখি, দালানেরই ছায়ায় ঘুরে বেড়াই।
চড়ুই কহে, “সুখী আমি, মানুষ আমায় রাখে যত্নে,
তোর মতো ঝড়ে পড়ার ভয় নেই, বাতাস লাগে মনের মতন!”
বাবুই বলে, “সত্য বটে, তবে তোর কি আছে স্বাধীনতা?
মানুষ ছাড়া একদিনও চলতে পারিস, বল তো জিতা?”
এভাবেই চলে কথার খেলা, বাবুই আর চড়ুই পাখি,
তবু কি বুঝল মানুষ তবে? অহংকার যে থাকেনা টিকি!
উঁচু তলায় বসে যারা, ভাবে সবার চেয়ে বড়,
সময় এলে বুঝবে তারা, শেকড় কেটে কিছুই গড়ো না!
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal