সাজের টাকায় জ্ঞান
মোস্তফা জামাল গুমুজি
যে নারী তার সাজের টাকা দিয়ে
কসমেটিকসের বদলে বই কিনে পড়ে,
সে নারী শুধু নিজেকেই গড়ে না,
সমাজকেও আলোর পথে ধরে।
সে জানে রূপ একদিন ঝরে যাবে,
কিন্তু জ্ঞান থাকবে শতাব্দী জুড়ে,
তার সন্তান চোখে স্বপ্ন নিয়ে হাঁটে,
কারণ মা শিখিয়েছে—জীবন কি করে গড়ে।
সে নারী আইনা দেখে শুধু চেহারা নয়,
দেখে আত্মার সৌন্দর্য কত গভীর,
তাকে দেখে বুঝি, মেকআপ নয়—
বইয়ের পাতায় লুকিয়ে আছে ভাগ্যের নিদান নির্ধারিত।
সে নারী সৃষ্টি করে যুগান্তকারী মানুষ,
যারা মাটিকে ভালোবাসে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়,
তার কোলেই জন্ম নেয় জাতির আলো,
যারা জাতির জন্য জীবন বাজি রাখে।
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal