অথচ জানা ছিল
মোস্তফা জামাল গুমুজি
কোনদিন একসঙ্গে থাকা হবে না—
জেনেও তাকে ভালোবেসে ফেলি,
ভালোবাসা তো হিসেব জানে না,
জানে শুধু অনুভবের খেলি।
সে দূরে, আমি দূরে, পথ আলাদা—
তবু হৃদয়ে তারই পদচিহ্ন আঁকা,
যেখানে যাই, তার ছায়া পাশে চলে,
যেন মনের গভীরে কেউ কথা রাখে।
কেউ বলে, “পাগলামি করো না, ভুলে যাও,”
কিন্তু মন যে তার নামেই বাঁধা,
ভুলতে গেলে মনে পড়ে আরও বেশি,
ভালোবাসা তো ভুলে থাকায় হাসে কাঁদা।
সে জানে না, আমি কতোটা তার,
জানে না, রাতে তার জন্য জাগা চোখ,
তবু প্রতিটি নিঃশ্বাসে তার ছায়া মিশে—
একটি নাম, একটি ভালোবাসা, কিছু না বলা শোক।
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal