রাফাহ’র রক্তমাটি
মোস্তফা জামাল গুমুজি
কেউ আর রইলো না!
নিরব, নিস্তব্ধ শহর—
রাফাহ এখন শুধুই এক স্মৃতি,
১ লাখ ১৭ হাজার হৃদয় আজ নিভে গেছে নিঃশব্দে।
না, কেউ আর জবাব চাইবে না,
না, কেউ আর প্রার্থনা পাঠাবে আকাশে,
সাহায্যের কণ্ঠরোধ করে,
তারা চলে গেছে, কেবল শূন্যতা রেখে।
তবু যারা দাঁড়িয়ে আছে উল্লাসে,
তারা জানে না—
রক্তমাখা মাটি ঘুমায় না চিরকাল,
প্রতিশোধ শুধু মানুষ নয়,
প্রকৃতিও নেয় নিঃশব্দ, নিঃসীম প্রতিহিংসায়।
রাফাহ’র প্রতিটি ধুলিকণা আজ সাক্ষী,
মানবতা হারিয়েছিল এপারে—
একদিন সে কণাগুলোই উঠবে ঝড় হয়ে,
আর কোনো সীমান্ত, কোনো সেনা, কোনো বুলেট
থামাতে পারবে না সেই ক্ষোভের গর্জন।
আজ রাফাহ মানবশূন্য!
কিন্তু মাটির নিচে বাজে প্রতিজ্ঞার শব্দ—
এ পৃথিবী ভুলবে না,
রাফাহ আবার কথা বলবে, জেগে উঠবে রক্তমাটি।
📅 ০৬ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal