রুচির রঙে পুরুষ নারী
লেখক: মোস্তফা জামাল গুমুজি
পুরুষ নাকি এক সুরে বাঁধা,
বয়স বাড়ে, বদলায় না চাওয়া,
আঠারোতে যে ছিল সে রঙিন চোখে—
নব্বইতেও চায় ঠিক সেই রমণী নাওয়া।
নারী নয় এমন, তার মনের বর্ণে
বয়সে বয়সে বদলায় কল্পনার ক্যানভাস,
আঠারোতে চায় এক সুদর্শন স্মৃতি,
পঁচিশে সে খোঁজে পরিণত আত্মবিশ্বাস।
তিরিশে পছন্দ সফলতায় ভরা,
চল্লিশে চায় যে গড়েছে স্বপ্নের ঘর,
পঞ্চাশে চায় এক ভালোবাসার নদী,
ষাটে সে চায় এক সাপোর্টিং অন্তর।
আশিতে তার মন খোঁজে শান্তির গল্প,
নব্বইতে বসে শোনে আল্লাহর কথা,
চোখে তখন শুধু নূরের ইশারা,
হৃদয়ে বাজে এক আত্মার প্রার্থনা।
কিন্তু পুরুষ? সে তো এক রঙের প্রেমিক—
সাজে রূপে বিভোর তার মন,
বয়স যাক, হোক ব্যথা-ক্লান্ত শরীর,
তবু সে চায় এক সুন্দরী দিশি বা ভিনধরনের জীবন।
এমনকি মৃত, বিদেহী আত্মা হয়ে—
তবু খোঁজে হুর, এক রূপকথার সুর,
বেহেশতের স্বপ্নেও বাঁধা তার বাসনা,
হয়তো এটাই তার সহজ-সরল পুরুষভাবনা।
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal