হাত বাড়িয়ে দিও
লেখক: মোস্তফা জামাল গুমুজি
ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো
মানুষের নেই কোনো ঘাটতি,
চোখের সামনেই দেখেছি অনেককে
হোঁচট খেয়ে হারায় জীবনের গতিপথটি।
কেউ হাসে, কেউ এড়িয়ে চলে—
কেউ আবার দেয় ব্যঙ্গের তালি,
কিন্তু যে পড়ে গেছে মাটির বুকে
তার পাশে দাঁড়ায় না কেউ, ফুরোয় তার খালি থালি।
হাত বাড়িয়ে টেনে তোলার মানুষ
আজ যেন বিলুপ্ত কোনো গল্পের চর,
যেখানে করুণা নেই, ভালোবাসা নেই—
সেখানে পড়ে যাওয়া মানেই অন্তহীন মরণ গর্বর।
তবু আমি চাই, তুমি ভিন্ন হও,
তুমি হতেই পারো আলাদা, সত্যিকারের আলো,
যখন কেউ পড়ে যাবে, কাঁদবে চুপিচুপি—
তুমি দিও তাকে তোমার শক্ত একটুকু ভালো।
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal