Posted on

রান্না জানাটা লাজ নয়

লেখক: মোস্তফা জামাল গুমুজি

রান্না একটা বেসিক স্কিল,
শুধু রাঁধুনি নয়, জীবনের ডিল।
ভাত, মাছ, ডাল আর এক কাপ চা—
না জানলে জীবন চলে না তো হা-হা-হা!

বিশে পা দিয়েও যদি না পারো—
তবে সেটাই কিউট নয়, বড়ই হাড়ো।
বইন, আজকাল দুনিয়ায় যা চাহিদা,
চোখে কাজের ছাপেই হয় সম্মান, না গয়না, না বাহারী রাধা।

তুমি যদি বলতে, “আমার হাতে যাদু নেই”,
তাহলে বলতে হয়—তোমার চেষ্টাও কম এইখানে ভেই।
শুধু মুখে ‘মোডার্ন’ ‘মোডার্ন’ বুলি কইলে,
নিজেকে ‘অথর্ব’ বলেই তুমি বিশ্বে হাসির খই ফোটাও খেলেই।

আধুনিকতা মানে নয় শাড়ি ফেলে শর্টস,
আধুনিক মানে নিজে নিজের মতো—একটা পরিপক্ব কনসেপ্ট, হ্যাঁ, that’s first!
রান্না জানা মানেই নিজের প্রতি যত্ন,
সেটাই আধুনিক, সেটাই স্মার্টনেসের চিরন্তন বৃত্ত।

তাই বইন, হাত লাগাও পাতিলে,
নিজেকে গড়ো, রান্নাঘরের আলোয় জ্বালাও জীবনের তিলে তিলে।

তারিখ: ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments