ঋণের ভার
✍ মোস্তফা জামাল গুমুজি
হে আরশের মালিক, শুনো মিনতি,
ঋণগ্রস্ত হৃদয় রাখো না ভীতি।
যারা বোঝা বয়ে ক্লান্ত পায়ে,
তাদের দিন আলো নতুন পথে যায়।
হালাল উপায়ে পরিশোধ হোক,
সততার আলোয় দূর হোক শোক।
প্রত্যেক প্রার্থনায় ভিজে উঠুক প্রাণ,
তৌফিক দাও, হে দয়াময় মহান!
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal