নীরবতার ভাষা
✍ মোস্তফা জামাল গুমুজি
মাঝে মাঝে নীরব থাকি,
শব্দেরা আসে না কোলাহলে,
মনের ভেতর এক নীল সমুদ্র,
ঢেউ ওঠে, তবু নেই কোনো কলরব।
নীরবতার আছে হাজারো প্রশ্ন,
উত্তর খুঁজি আমি নিভৃতে বসে,
কখনো চোখে, কখনো বাতাসে,
কখনো হারিয়ে যাওয়া কারো শূন্য স্পর্শে।
কথারা থেমে যায়, কিন্তু বোঝা যায়,
অভিমান, বেদনা, একাকিত্বের সুর।
কখনো সে শান্তি, কখনো সে ব্যথা,
তবু নীরবতা বুঝতে লাগে হৃদয়ের নূর।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal