নীরবতার শক্তি
✍ মোস্তফা জামাল গুমুজি
কথা সবসময় বলা যায় না,
কিছু কথা বুকের ভেতর পুড়ে,
কিছু কথা থমকে থাকে,
সময় এলে সেগুলোই সঠিক পথ দেখায়।
হজম করো কথার বিষ,
তবে নিজেকে নষ্ট কোরো না,
শান্ত থাকো, শক্ত থাকো,
একদিন বিজয় আসবেই তোমার দ্বারে।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal