মানুষকে আটকে রাখা যায় না
মোস্তফা জামাল গুমুজি
তারা হয়তো জানেই না,
মানুষকে কখনোই আটকে রাখা যায় না।
শেকল বাঁধলে পা, মন তো উড়ে যাবে,
আকাশের ডানায়, মুক্তির অভাবে।
তারা জানে না, হৃদয় দেয় না বন্দিত্ব মান,
ভালোবাসা মানে না কোনো শর্তের ঘর।
যার যাওয়ার সে যাবে, পথে রবে ধুলো,
যার থাকার সে রবে, এক বুক আলো।
তুমি যদি বেঁধে রাখো, সে হবে মরুভূমি,
তুমি যদি ছেড়ে দাও, সে হবে নদীর কূলে নূপুরধ্বনি।
ভালোবাসা বাঁধন নয়, ভালোবাসা মুক্তি,
যে বুঝলো না এ কথা, সে রবে একাকী।
৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal