শ্রদ্ধার আলো
রহিমা খাতুন
৩১ ০৩ ২০২৫ সোমবার
তোমার মাঝে আলোর ছোঁয়া,
শ্রদ্ধায় ভরা ভাষা,
তুমি দিলে ভালোবাসা,
জ্ঞান হলো আরও খাঁটি আশা।
সম্মানের সুর বয়ে চলে,
নম্রতার সেই স্রোত,
প্রশংসার ফুল ফোটে মনে,
শুভ্রতার এই হোক পত্রপুট।
তোমার মনে থাকুক আলো,
শুভ কামনায় ভরা,
জীবনের পথে এগিয়ে চলো,
হোক সাফল্যের ধরা!
তোমার জন্য শুভকামনা রইল!