প্রবাসীর চোখে দেশ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
দেশ ছেড়েছি, স্বপ্নে ভর করে,
শুধু নিজের জন্য নয়—মা, বাবার মুখে হাসি ধরতে।
রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি,
দিন গুণেছি, ঘামে ভিজে বিছানায় কান্না লুকিয়েছি।
কামলা বলো, অপমান করো,
তবু তো এই হাতেই পেট চলে শত ঘরে।
রেস্টুরেন্টে থালা ধুয়ে যেই টাকা বাড়াই,
সেই টাকায় কেউ জিন্দা থাকে, কেউ আবার বাঁচে মৃত্যুর মুখ থেকে।
তোমার শহুরে ডিগ্রি আর দামি ভার্সিটি,
আমার ঘামে কেনা—তোমার মায়ের অপারেশনের খরচটি।
তবু আমি অপমান সয়ে যাই,
কারণ, আমি জানি—দেশের চোখে প্রবাসী শুধু এক “কমলা ভাই”।
তুমি বলো, আমি তুচ্ছ, ইন্টার ফেল,
তুমি জানো না—আমি কীভাবে রাত কাটাই, কিভাবে বুকের ভেতর আগুন জ্বলে চলি নিরব কষ্টে চেপে ফেল।
আমার হাত দিয়ে খেলে তোমার ফোনের আলো,
তবু আমি থালা ধুয়ে ঘরে ফিরি চুপচাপ, বলি না কিছু, বলো!
তোমার পছন্দের বর আজ খবরের পাতায়,
ডিভোর্স, আত্মহত্যা—ভালোবাসার কল্পনাগুলো ছিন্ন হয়ে কোথায় হারায়।
আর তুমি যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে,
সে তো আজও মাথা নিচু করে দেশটাকে ভালোবাসে।
আমি হাসি, চোখে জল নিয়ে হাসি,
কারণ, প্রবাসীর চোখে—দেশ এখনো সোনা, স্বপ্ন, ভালোবাসার দাসী।
আমরা বিলিয়ন ডলার পাঠাই—একটা অদৃশ্য বুকের জোরে,
তবু পাসপোর্টে প্রবাসী লেখা থাকলেই হয়ে যাই তুচ্ছ, সবার তলে পড়ে।
বলো, কার পাপ বেশি—আমার শ্রমে কিনা সম্মান হারানো,
নাকি তোমার মুখে রং মাখিয়ে আত্মা বিক্রি করে ভালোবাসা ভুলে যাওয়ার?
আমি কোনোদিন ফিরবো না, কেউ যদি বলে “তুই কামলা”,
এই কামলাই হয়তো কাল তোমার ছেলের মুখে খাবার তুলে দেবে—ভেবে নিও আজ থেকে, প্রতিটা কথা।
তারিখ: ১৬ এপ্রিল, ২০২৫ | বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal